Vidyasagar Shishu Niketan Job : বিদ্যাসাগর শিশু নিকেতনে কর্মী নিয়োগ

Vidyasagar Shishu Niketan Job
Vidyasagar Shishu Niketan Job

Vidyasagar Shishu Niketan Job : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

সমস্ত যুবক – যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবে ।  বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

TGT

স্নাতক পাশ (বিজ্ঞান বিভাগে) করতে হবে সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড. ডিগ্রি থাকতে হবে । এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ।

PGT

স্নাতকোত্তর পাশ (কেমিস্ট্রি বিষয়ে) করতে হবে সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড. ডিগ্রি থাকতে হবে । এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ।

কর্তৃপক্ষের নিয়ম অনুসারে প্রার্থী নির্বাচন করা হবে ।

১) প্রার্থীদের প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ।

২) অনলাইন আবেদন সম্পূর্ণ করার পর আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে ।

৩) ডাউনলোড করা আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের স্ব – প্রত্যয়িত কপি যুক্ত করতে হবে ।

৪) এরপর নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট রেজিস্টার পোস্ট / স্পিড পোস্ট / কুরিয়ার / হাতে হাতে জমা করতে হবে । আবেদনপত্র জমার স্থান, তারিখ নিচে দেওয়া হল ।

এই পদে আবেদন সম্পূর্ণ করতে হবে ০৩/০১/২০২৫ তারিখের মধ্যে ।

Principal, Vidyasagar Shishu Niketan,

Rangamati, Vidyasagar University,

Paschim Medinipur,

Pin – 721102

Scroll to Top