Sainik School Rewari Recruitment : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

Sainik School Rewari Recruitment
Sainik School Rewari Recruitment

Sainik School Rewari Recruitment : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

সমস্ত যুবক – যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে । সৈনিক স্কুলের (SAINIK SCHOOL REWARI) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) ।

১) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে ।

২) যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে ।

৩) সংশ্লিষ্ট সফটওয়ারে দক্ষতা থাকতে হবে । 

এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ – ৫০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ২০/১২/২০২৪ তারিখ অনুসারে ।

প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৩০,৪৪৭ টাকা ।

এই পদ্গুলির পাশাপাশি টিজিটি, মিস ম্যানেজার পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে । এই পদ্গুলি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনের জন্য ডাকা হবে ।

প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । সেক্ষেত্রে নীচের ধাপগুলি অনুসরন করুন ।

১) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে । আবেদনপত্র ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

২) আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে ।

৩) আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে ।

৪) যথাযথ আবেদন ফি জমা করে তার প্রমাণপত্র যুক্ত করতে হবে ।

৫) স্ব-ঠিকানা যুক্ত ৪২ টাকার স্ট্যাম সহ খাম আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ।

৬) এরপর নির্দিষ্ট ঠিকানায় প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে ।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

আবেদন ফি জমা সংক্রান্ত তথ্য নিচে দেওয়া

প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে ২০/১২/২০২৪ তারিখের মধ্যে । ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে ।

The Principal,

Sainik School Rewari at

Vill- Gothra,

Distt- Rewari (Haryana)-123102

Scroll to Top