Peer Support Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

Peer Support Recruitment
Peer Support Recruitment

Peer Support Recruitment : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

সমস্ত যুবক – যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে । চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের (Chief Medical Officer of Health, Nadia) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

Peer Support

১) সংশ্লিষ্ট ব্যাধিতে সুস্থ ব্যক্তি হতে হবে (এই বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে পাবেন) ।

২) সাথে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ।

৩) স্থানীয় ভাষা জানতে হবে ।

৪) ইংরেজিতে কাজের জ্ঞান থাকতে হবে ।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৪ তারিখ অনুসারে ।

প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা ।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে । ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হল ।

প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে । সেক্ষেত্রে নিচে দেওয়া ডকুমেন্ট গুলি ইন্টারভিউয়ের জন্য লাগবে ।

১. জন্ম সার্টিফিকেট / মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট ।

২. মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশনের রেজাল্ট এবং সার্টিফিকেট ।

৩. অভিজ্ঞতার সার্টিফিকেট

৪. উপরিউক্ত সমস্ত ডকুমেন্ট গুলি স্ব – প্রত্যয়িত এবং জেরক্স হতে হবে ।

প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ০৫/১২/২০২৪ তারিখ সকাল ১০.৩০ টা থেকে ।

নিচে দেওয়া ঠিকানায় প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ।

Chief Medical Officer of Health,

Nadia & Secretary,

District Health & Family Welfare Samity,

5, D, L. Roy Road,

PO- Krishnagar,

District – Nadia,

Pin – 741101

2 thoughts on “Peer Support Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ”

  1. Pingback: Sainik School Rewari Recruitment : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ - Fresh News Daily Online

  2. Pingback: Attendant Recruitment 2024 : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ - Fresh News Daily Online

Comments are closed.

Scroll to Top