NIRRCH Vacancy 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে আইসিএমআরে কর্মী নিয়োগ

NIRRCH Vacancy 2025
NIRRCH Vacancy 2025

NIRRCH Vacancy 2025 : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

সমস্ত বেকার যুবক – যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । সংশ্লিষ্ট জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে । ICMR-National Institute for Research in Reproductive and Child Health – এর  তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্থানীয় ভাষা জানতে হবে ।চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

স্টাফ নার্স (Staff Nurse) । 

ANM / GNM ডিগ্রী থাকতে হবে । যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে ৩০ বছরের মধ্যে ।

প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৩০,০০০ টাকা

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে । ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নীচে দেওয়া হল ।

প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় নীচের ধাপগুলি অনুসরন করতে হবে । যথা –

১) বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে । আবেদনপত্র ডাউনলোডের লিংক নিচে দেওয়া হল ।

২) আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে ।

৩) আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের আসল এবং ১ সেট স্ব-প্রত্যয়িত জেরক্স নিয়ে যেতে হবে ।

৪) এর পাশাপাশি প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে ।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ২২/০১/২০২৫ তারিখ

রিপর্টিং টাইম সকাল ১০.১৫ টা ।

ইন্টারভিউয়ের টাইম বেলা ১১ টা থেকে দুপুর ১ টা ।

ICMR-National Institute for Research in Reproductive & Child Health,

J.M. Street, Parel,

Mumbai 400012

1 thought on “NIRRCH Vacancy 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে আইসিএমআরে কর্মী নিয়োগ”

  1. Pingback: UBKV Vacancy 2025 : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ - Fresh News Daily Online

Comments are closed.

Scroll to Top