DNDEOfficial Recruitment : এই হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মী নিয়োগ

DNDEOfficial Recruitment
DNDEOfficial Recruitment

DNDEOfficial Recruitment : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

সমস্ত যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে । D.N DE Homoeopathic Medical College & Hospital – এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । প্রার্থীকে স্থানীয় ভাষা জানতে হবে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

মালী / কর্মবন্ধু (Gardener / Karmabandhu)।

অষ্টম শ্রেণী পাশ করলেই এই পদে আবেদন করা যাবে । এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৩,০০০ টাকা ।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে । ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হল ।  

প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় নিম্নলিখিত ডকুমেন্ট নিয়ে যেতে হবে (আসল এবং ১ সেট জেরক্স) । যথা –

১) ৩ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো ।

২)  প্রার্থীদের সমস্ত আসল প্রশংসাপত্র (অষ্টম শ্রেণীর),

৩) অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে),

৪) বসবাসের প্রমাণপত্র,

৫) বয়সের প্রমাণপত্র,

৬) ভোটার কার্ড অথবা আধার কার্ড

প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১১/১২/২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে । ইচ্ছুক প্রার্থীদের এই তারিখ নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে ।

D.N De Homoeopathic Medical Collage & Hospital

Scroll to Top