Data Entry Operator Recruitment : জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ

Data Entry Operator Recruitment
Data Entry Operator Recruitment

Data Entry Operator Recruitment : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

Data Entry Operator Recruitment

সমস্ত যুবক – যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কালেক্টর অফিসের (Office of the District Magistrate & District Collector, Jalpaiguri) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) ।

১) প্রার্থীকে স্নাতক পাশ করতে হবে ।

২) কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে ।

৩) সংশ্লিষ্ট সফটওয়ারে দক্ষতা থাকতে হবে ।

৪) জলপাইগুড়ি জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ – ৪৫ বছরের মধ্যে ।

বেতন ( Data Entry Operator Recruitment )

এই পদে প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৩,০০০ টাকা ।

উপরিউক্ত পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে ডকুমেন্ট যাচাই, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ।

এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে । আবেদনের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল । এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

আবেদন শুরু হয়েছে আজ থেকে এবং আবেদন করা যাবে ১৩/১২/২০২৪ তারিখ পর্যন্ত ।  

বাছাই করা শর্টলিস্টেড প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ১৯/১২/২০২৩ তারিখ থেকে ।

সমস্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৬ – ৩০ ডিসেম্বর ২০২৪ ।

আবেদনের শেষ তারিখ13/12/2024
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অনলাইন আবেদনApply Now
আমাদের Whatsapp চ্যানেলJoin Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Facebook চ্যানেলJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now
Scroll to Top