Cook Vacancy 2024 : জেলার এই ছাত্রী নিবাসে কর্মী নিয়োগ

Cook Vacancy 2024
Cook Vacancy 2024

Cook Vacancy 2024 : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

সমস্ত যুবক – যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে । মেচগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে ছাত্রী নিবাসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্থানীয় ভাষা জানতে হবে ।চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

কুক, হেল্পার ।

1) নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে ।

2) পূর্বে রান্না করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ।  

3) পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১- ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

জেনারেল প্রার্থীদের বয়স হতে হবে ২১ – ৪০ বছর। SC, ST ও OBC প্রার্থীদের বয়সের ছাড় থাকবে ।

কুক পদের মাসিক বেতন ৭,০০০ টাকা

হেল্পার পদের মাসিক বেতন ৫,০০০ টাকা

এই দুটি পদের পাশাপাশি সুপারিনটেনডেন্ট পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে । এই পদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

প্রার্থীদের জমা করা আবেদনপত্র যাচাই করার পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে । মোট ৫০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে । নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হল ।

উপরিক্ত সমস্ত পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । আবেদেনের জন্য নীচের ধাপগুলি অনুসরন করুন ।

১) প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে । আবেদনপত্র ডাউনলোডের লিংক নিচে দেওয়া হল ।

২) আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করতে হবে ।

৩) প্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে । একটি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সাটিয়ে দিতে হবে এবং অপরটি আবেদনপত্রের সাথে গেঁথে দিতে হবে ।

৪) সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের স্ব-প্রত্যয়িত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ।

৫) এরপর রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে ।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল । 

যোগ্য প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে ০৫/০১/২০২৫ তারিখের মধ্যে । সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে ।

নিচে দেওয়া ঠিকানায় প্রার্থীদের আবেদনপত্র জমার করতে হবে ।

সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্য্যালয়,

পাঁশকুড়া – ১ ব্লক,

ডাকঘর – বালিডাংরী, পিন – ৭২১১৩৯,

পূর্ব মেদিনীপুর         

Scroll to Top