BDO Office Job Vacancy : ইন্টারভিউয়ের মাধ্যমে ডেভেলপমেন্ট ব্লকে কর্মী নিয়োগ

BDO Office Job Vacancy
BDO Office Job Vacancy

BDO Office Job Vacancy : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে । সাঁইথিয়া ডেভেলপমেন্ট ব্লকের (Office of the Block Development Officer Sainthia Development Block) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

অ্যাডিশনাল ইনস্পেটর (Additional Inspector) ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকারি অবসর প্রাপ্ত কর্মচারী হতে হবে ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৫ তারিখ অনুসারে ।  

প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১২,০০০ টাকা ।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে । ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হল ।

ইন্টারভিউয়ের সময় বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্র এবং কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্টের আসল নিয়ে যেতে । যেমন – শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, লাস্ট পে সিলিপ, P.P.O, আধার, ভোটার কার্ড ইত্যাদি । ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান নিচে দেওয়া হল ।

প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ০২/০১/২০২৫ তারিখ দুপুর ২ টা থেকে ।

To

The Block Dev. Officer

Sainthia Dev. Block

Ahmadpur, Birbhum

এই সংক্রান্ত কোন জিজ্ঞসা থাকলে নিচে দেওয়া নাম্বার এবং ইমেলের যোগাযোগ করুন । যথা –

Phone & Fax: (03463) 230 240

Email: [email protected]

Scroll to Top