Bank of Baroda Recruitment : ব্যাঙ্ক অফ বারোদাতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

Bank of Baroda Recruitment
Bank of Baroda Recruitment

Bank of Baroda Recruitment : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Whatsapp চ্যানেলJoin Now
আমাদের Facebook চ্যানেলJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

সমস্ত যুবক – যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে । ব্যাঙ্ক অফ বারোদার (Bank of Baroda) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্থানীয় ভাষা জানতে হবে ।চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

ম্যানেজার (Manager), এছাড়া অন্যান্য পদে নিয়োগ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম স্নাতক পাশ করতে হবে । যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ।

বিভিন্ন পদের জন্য বয়স সীমা বিভিন্নভাবে নির্ধারিত করা হয়েছে । সেক্ষেত্রে নূন্যতম ২২ বছর থেকে উর্ধ্বতম ৪৫ বছরের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে

এই পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৪৮৪৮০ টাকা ।

প্রার্থী নির্বাচন করা হবে অনলাইন টেস্ট, সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে । এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ।  

এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । সেক্ষেত্রে নীচের ধাপগুলি অনুসরন করুন ।

১) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ।  আপনাদের সুবিধার্থে আবেদনের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

২) অনলাইন আবেদন করার জন্য প্রার্থীর বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে ।

৩) আবেদনের সময় প্রয়োজনীয় নথী স্ক্যান করে আপলোড করতে হবে ।

৪) সবশেষে সাবমিট বোতামে ক্লিক করতে হবে ।

এই পদে আবেদন করার জন্য জেনারেল, EWS এবং OBC প্রার্থীদের ৬০০ টাকা এবং  SC, ST, PWD এবং মহিলা প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে ।           

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন সম্পূর্ণ করতে হবে ১৭/০১/২০২৫ তারিখের মধ্যে ।

Scroll to Top