UBKV Vacancy 2025 : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

UBKV Vacancy 2025
UBKV Vacancy 2025

UBKV Vacancy 2025 : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

সমস্ত বেকার যুবক – যুবতীদের জন্য বিরাট সুখবর । নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে । উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের (UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্থানীয় ভাষা জানতে হবে ।চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

অ্যাটেনডেন্ট (Attendant) । 

১) মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাশ করতে হবে ।

২) সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ।

প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১১,৫০০ টাকা

উপরিউক্ত পদের পাশাপাশি টেকনিশিয়ান, ক্ল্যারিকাল স্টাফ পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে । এই পদ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং/অথবা অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে । এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । আবেদনের জন্য নীচের ধাপগুলি অনুসরন করুন ।

১) প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করুন ।

২) আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করুন ।

৩) আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় শংসাপত্র/প্রশংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপি জমা করতে হবে ।

৪) আবেদনপত্র সহ ডকুমেন্ট খামের মধ্যে ভরতে হবে । খামের উপর বড় হরপে “APPLICATION FOR THE POSITION OF ………………………………………………………..” লিখতে হবে ।

৫) এরপর নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে ।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে ১৫/০১/২০২৫ তারিখের মধ্যে ।

The Registrar (Recruitment Section),

Uttar Banga Krishi Viswavidyalaya,

P.O. Pundibari, Dist. Cooch Behar,

Pin- 736165, West Bengal

1 thought on “UBKV Vacancy 2025 : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ”

  1. Pingback: Nurse Career 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে বর্ধমান মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগ - Fresh News Daily Online

Comments are closed.

Scroll to Top