ACTREC Job 2024 : সরাসরি পরীক্ষার মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ

ACTREC Job 2024
ACTREC Job 2024

ACTREC Job 2024 : বন্ধুরা ফ্রেস নিউজ ডেইলি আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

ড্রাইভার (Driver)।

1) এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।

2) সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে ।

প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২০,০০০ টাকা ।

উপরিউক্ত পদের পাশাপাশি নার্স, জেনারেল রিসার্চ ফেলো, সিনিয়ার রিসার্চ ফেলো পদে প্রার্থী নির্বাচন করা হবে । এই পদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হল ।

প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা / ইন্টারভিউয়ের মাধ্যমে ।

এই পদে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২৪/১২/২০২৪ তারিখ

প্রার্থীদের পরীক্ষার দিন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কয়েকটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে । যেমন – শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র, প্যান কার্ড, আধার কার্ড । এই ডকুমেন্ট গুলির আসল এবং ১ সেট জেরক্স নিয়ে যেতে হবে ।  পরীক্ষার স্থান, তারিখ নিচে দেওয়া হল ।

Mahamana Pandit Madan Mohan Malaviya Cancer Centre,

Sundar Bagiya, Near Nariya Gate,

Banaras Hindu University Campus,

Varanasi, Uttar Pradesh – 221005

Phone Number: 0542-2517699

Scroll to Top