
Table of Contents
ফেব্রুয়ারি ৩০ তম সুরাজকুন্দ আন্তর্জাতিক কারু শিল্প মেলা
১-১৫ ফেব্রুয়ারি হরিয়ানার ফরিদাবাদের সুরাজ কুন্দে ৩০তম ‘আন্তর্জাতিক কারুশিল্প মেলা’আয়োজিত হল। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এই মেলার উদ্বোধন করলেন। বর্তমানে সুরাজকুন্দের এই কারুশিল্প মেলা বিশ্বের মধ্যে বৃহত্তম এবং অন্যতম আধুনিক কারুশিল্প মেলা। ভারতের সমস্ত রাজ্যসহ বিশ্বের প্রায় ২০ টি দেশ এই মেলায় অংশগ্রহণ করেছিল। ভারতীয় ঐতিহ্যমন্ডিত হস্তশিল্প-হ্যান্ডলুম-এর প্রচারের জন্য এই মেলার আয়োজন করা হয়েছিল। ৩০তম আন্তর্জাতিক কারু শিল্প মেলার ফোকাস দেশ হল চীন ও জাপান। সুরাজকুন্দ মেলা কর্তৃপক্ষ ও হারিয়ানার পর্যটন মন্ত্রক এবং কেন্দ্রীয় পর্যটন, বস্ত্র ও সংস্কৃতি মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের সহযোগে এই মেলা অনুষ্ঠিত হল। এই মেলায় ১৫ দিনে দেশ ও বিদেশ থেকে প্রায় ১০ লক্ষের বেশি দর্শকের সমাগম হয়েছিল। উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রথম সুরাজকুন্দ কারু শিল্প মেলা আয়োজিত হয়েছিল।
কেরলে চালু হচ্ছে রূপান্তরকামী ট্যাক্সি
রূপান্তর কামিজের সমাজের মূল স্রোতে নিয়ে আসার উদ্দেশ্য বিশেষ নীতি আনার ক্ষেত্রে প্রথম রাজ্য ছিল কেরল। এবার সেই নীতি রূপায়ণের পথ দেখাচ্ছে তারা। শীঘ্রই রাজ্য চালু হচ্ছে জেন্ডার-ট্যাক্সি (জি-ট্যাক্সি) পরিষেবা, যা পরিচালনা করবেন রূপান্তকামিরা । ট্যাক্সি চালানোর দায়িত্ব ও মালিকানাও থাকবে তাঁদের হাতে।
কেরলে মহিলাদের জন্য শুধুমাত্র মহিলা-চালিত শি -ট্যাক্সি চালু করে নজর কেড়েছিল। ২০১৫ সালের ১২-১৪ নভেম্বর কেরলে আয়োজিত ‘আন্তর্জাতিক জেন্ডার ইকুয়ালিটি কনফারেন্স’-এ কয়েকজন রূপান্তরকামী শি- ট্যাক্সির মডেলে রূপান্তরকামীদের জন্য একটি পৃথক প্রকল্পের প্রস্তাব দেন। সেই প্রস্তাব গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। শি- ট্যাক্সির মডেল অনুসরণ করেই জেন্ডার-ট্যাক্সি বা জি-ট্যাক্সির মাধ্যমে রূপান্তর কামীদের স্বনির্ভর করে তোলা এবং তাদের বিরুদ্ধে সামাজিক বৈষম্য ও ঘৃণার মনোভাব দূর করার চেষ্টা করেছে তারা। রাজ্যের সামাজিক ন্যায় দপ্তরের অন্তর্ভুক্ত জেন্ডার পার্ক থেকে চালু করা হচ্ছে এই উদ্যোগ।
জি-ট্যাক্সি প্রকল্পের উদ্দেশ্য:
জেন্ডার ট্যাক্সি প্রকল্প রূপান্তরকামীদের মধ্যে উদ্যোগপ্রতিসসুলভ মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে এবং তাদের নিজেদের জীবন যাত্রার মান উন্নত করতে উৎসাহিত করবে।
এই প্রকল্পের মাধ্যমে তাঁদের মাসিক আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজের মূল স্রোতের সঙ্গে তাঁদের মেলামেশা বাড়াতেও সাহায্য করবে।
যাঁরা জি-ট্যাক্সি পরিষেবা গ্রহণ করবেন তাঁরা রূপান্তরকামীদের সঙ্গে কথাবার্তা বলবেন, এর ফলে রূপান্তরকামীদের সম্পর্কে ভুল ধারণা গুলি ও দূর হবে।
পারাদ্বীপে আইওসির তৈল শোধনাগারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
৭ ফেব্রুয়ারি পারাদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়ান অয়েলর (আইওসি) আধুনিক ও বৃহত্তম তৈল সংশোধনাগারের উদ্বোধন করলেন।
প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা লগ্নিতে এটি গড়ে তোলা হয়েছে। আর এই শোধনাগার চালুর সঙ্গেই রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজকে তোকে ফের দেশের বৃহত্তম তেল শোধনকারী সংস্থার তকমা ফিরে পেল রাষ্ট্রয়ত্ত আইওসি।২৪ বছর আগে প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওয়ের আমলে প্রথম প্রস্তাবিত পারাদ্বীপের এই শোধনাগারটি গোড়া থেকেই নানা সমস্যার মুখে পড়েছে। ২০০০ সালে ২৪ মে প্রকল্পের শীলান্যাস করেন তদানীন্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী অবশেষে সেটি চালু হল।
মোট ৮ টি শোধনাগার, মিলিয়ে ৫.৪২ কোটি টন তেল শোধনের ক্ষমতা ছিল ইন্ডিয়ান অয়েলের । পারাদ্বীপ তা এক ধাক্কায় ১.৫ কোটি টন বাড়িয়ে দিল। এখানে ৫৬ লক্ষ টন ডিজেল, ৩৭.৯ লক্ষ টন পেট্রোল, ১৯.৬ লক্ষ টন কেরোসিন ও বিমান জ্বালানি উৎপাদন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। এলপিজি ও পেটকোকও এখানে তৈরি হবে।
৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি কেরলের কোঝিকোড়ে তৃতীয় ‘বিশ্ব আয়ুর্বেদ উৎসব’ (3rd Global Ayurveda Festival) আয়োজিত হল। আয়ুর্বেদ চিকিৎসাকে আরো উন্নততর করে তুলে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উৎসব অনুষ্ঠিত হয়। এখানে আয়ুর্বেদ চিকিৎসার বিভিন্ন গুনাগুন নিয়ে বিশেষ আলোচনা হয়। ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই উৎসবে অংশগ্রহণ করলেন। কেরলের মুখ্যমন্ত্রী ওমান চন্ডি, রাজ্যপাল পি সদাশিবম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাদর অভ্যর্থনা জানালেন। কেরল সরকার ভারতীয় মেডিসিন পদ্ধতির উন্নয়নে এবং ন্যাশনাল হেলথ মিশনে আয়ুর্বেদ পদ্ধতি নিয়ে আসার পরিকল্পনায় এশিয়া ও ইউরোপের দেশগুলির সঙ্গে জোটবদ্ধ হয়েছে।
- বাংলাদেশ-মায়ানমারের সঙ্গে বাণিজ্য ভারতেরমার্চ বাংলাদেশ-মায়ানমারের সঙ্গে বাণিজ্য ভারতের ৮ মার্চ স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজজু জানান, কেন্দ্রীয় সরকার বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে স্থলবাণিজ্য বাড়াতে দ্রুত কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলবাণিজ্য বাড়াতে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার মধ্যে একাধিকবার কথা হয়েছে। ঠিক হয়েছে, ত্রিপুরার আখাউড়ার মতো পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও… Read more: বাংলাদেশ-মায়ানমারের সঙ্গে বাণিজ্য ভারতের
- উত্তর-পূর্ব ভারতে হাইড্রোকার্বন ভিশন ২০৩০উত্তর-পূর্ব ভারতে ‘হাইড্রোকার্বন ভিশন ২০৩০ উত্তর-পূর্ব ভারতে হাইড্রোকার্বন ভিশন ২০৩০ : ৯ ফেব্রুয়ারি গুয়াহাটিতে কেন্দ্রীয় ন্যাচারাল গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উত্তর-পূর্ব ভারতের জন্য ‘হাইড্রোকার্বন-ভিশন ২০৩০’-এর উন্মোচন করলেন। ২০৩০ সালের মধ্যে তেল ও গ্যাসের উৎপাদন দ্বিগুণ করতে, পরিচ্ছন্ন জ্বালানি তৈরি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রতিবেশি দেশ গুলিকে সহায়তার জন্য এই ভিশন প্রচলন করা হয়েছে।… Read more: উত্তর-পূর্ব ভারতে হাইড্রোকার্বন ভিশন ২০৩০
- ৩০ তম সুরাজকুন্দ আন্তর্জাতিক কারু শিল্প মেলাফেব্রুয়ারি ৩০ তম সুরাজকুন্দ আন্তর্জাতিক কারু শিল্প মেলা ১-১৫ ফেব্রুয়ারি হরিয়ানার ফরিদাবাদের সুরাজ কুন্দে ৩০তম ‘আন্তর্জাতিক কারুশিল্প মেলা’আয়োজিত হল। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এই মেলার উদ্বোধন করলেন। বর্তমানে সুরাজকুন্দের এই কারুশিল্প মেলা বিশ্বের মধ্যে বৃহত্তম এবং অন্যতম আধুনিক কারুশিল্প মেলা। ভারতের সমস্ত রাজ্যসহ বিশ্বের প্রায় ২০ টি দেশ এই মেলায় অংশগ্রহণ করেছিল। ভারতীয় ঐতিহ্যমন্ডিত… Read more: ৩০ তম সুরাজকুন্দ আন্তর্জাতিক কারু শিল্প মেলা
- ভারত -বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিতে তৈরি হচ্ছে ‘সীমান্ত হাট’ভারত -বাংলাদেশ সীমান্তবর্তী : ৬ জানুয়ারি নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিতে ‘সীমান্ত হাট’ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হল। দুই দেশের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামের মানুষদের ব্যাবসায়িক লেনদেন তথা কেনাবেচার সুযোগ করে দিতে ২০১০ সালে এই কর্মসূচি প্রথম ঘোষণা করা হয়েছিল। সেই সমঝোতাপত্র অনুযায়ী মেঘালয়ে কয়েকটি সীমান্ত হাট গড়ে তোলা হয়। স্থির করা… Read more: ভারত -বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিতে তৈরি হচ্ছে ‘সীমান্ত হাট’
- আমাদের শান্তিনিকেতন এবং গনেশ পূজাআমাদের শান্তিনিকেতন সৌম্যদীপ রুজ আমাদের শান্তিনিকেতন এবং গনেশ পূজাঃ দিনটি ছিল ১৭ই সেপ্টেম্বর, ২০২৩। সেদিন হঠাৎই সোশ্যাল মিডিয়ার এক ঝড় বইতে দেখলাম। যদিও এ ঝড় কিন্তু মোটেই বিনাশকারী নয়, বরং মনোমুগ্ধকর, আপামর ভারতবাসীর গর্ব। আমাদের প্রাণের শান্তিনিকেতনে World Heritage Site ঘোষণা করেছে UNISCO। আর গুরুদেবের প্রাণাধিক প্রিয় বিশ্ববিদ্যালয় আজ হয়েছে বিশ্বের প্রথম Living Heritage ইউনিভারর্সিটি।সে… Read more: আমাদের শান্তিনিকেতন এবং গনেশ পূজা